Bruguiera gymnorrhiza (লাল কাঁকড়া)

ফরাসি উদ্ভিদতাত্ত্বিক চিত্রকর ও উদ্ভিদ সংগ্রহকারী জ্যঁ গ্যুল’মে ব্রুগুয়ের (Jean Guillaume Bruguieres)-এর সম্মানে Bruguiera গণের নামটি দেয়া হয়েছে। Gymnorrhiza শব্দটি দুটি গ্রীক শব্দের যুক্তরূপ। Gymno শব্দের অর্থ ‘নগ্ন, খোলা বা উন্মুক্ত’ এবং Rhiza শব্দের অর্থ শেকড়। বকুল কাঁকড়ার ঠেসমূল ভূমি থেকে খানিকটা উপরে উন্মুক্তভাবে জন্মায় বলেই তার প্রজাতির নাম Gymnorrhiza।