Kaminikusum (কামিনীকুসুম)

কামিনীকুসুম
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৫ এপ্রিল ১৮৭৩

কে চাহে খাইতে মধু বিনা বঙ্গকুসুমে? -
এমন কোথায় আর,
কোমল কুসুমহার,
পরিতে দেখিতে ছুঁতে আছে এ নিখিলভূমে?
কোথা হেন শতদল,
বুকে করি পরিমল,
থাকে প্রিয়মুখ চেয়ে মধুমাখা শরমে?
বঙ্গকুলবালা বিনা মধু কোথা কুসুমে?

কী ফুলে তুলনা দিব বল চূতমুকুলে?
কোথা এমন স্থল,
খুঁজিলে এ ধরাতল,
যেখানে এমন মৃদু মধু ধরে রসাস্থল?
যেখানে এমন বাস,
নবরসে পরকাশ,
নবীন যৌবনকালে মধু ওঠে উথুলে -
বঙ্গকুলবালা বিনা মধু কোথা মুকুলে?

মধুর সৌরভময় ভাব দেখি চামেলি -
ঢালে কি অতুল বাস,
মুখ তুলি মৃদু হাস,
তরুকুলে তনু রেখে, অলিকুলে আকুলি!
কী জাতি বিদেশি ফুল,
আছে এর সমতুল,
রাখিতে হৃদয়মাঝে চিতপুতুলি?
বঙ্গকুলনারী এর তুলনাই কেবলি।

আছে কি জগতে বেল মতিয়ার তুলনা?
সরল মধুর প্রাণ,
সুধাতে মিশায়ে ঘ্রাণ,
প্রবেশে মুনির মনে, নাহি জানে ছলনা;
নাহি পরে বেশবাস,
ফুটে থাকে বার মাস,
অধরে অমিয় ধরে, হৃদে পুরে বাসনা -
বঙ্গের বিধবাসম পাব কোথা ললনা!

কে দেবে বিলাতি ফুল লিলি পদ্মে উপমা?
দেশে যে কুমুদ আছে,
আসুক তাহারি কাছে,
তখন দেখিব বুঝে কার কত গরিমা!
বিধুর কিরণ কোলে,
কুমুদ যখন দোলে,
কী মাধুরী শোভে তায়, কে বোঝে সে মহিমা!
কে দেবে বিলাতি ফুল লিলি পদ্মে উপমা?

কী ফুলে তুলনা তুলি বল দেখি চাঁপাতে?
প্রগাঢ় সুবাস যার,
প্রেমের পুলকাগার,
বঙ্গবাসী রঙ্গরসে মত্ত আছে যাহাতে।
কোথায় ইরানি গুল,
এ ফুলের সমতুল,
কোথা ফিঁকে ভায়োলেট্ গন্ধ নাই তাহাতে -
কী ফুল তুলনা দিতে আছে বল চাঁপাতে?

কতই কুসুম আরো আছে বঙ্গ-আগারে -
মালতী, কেতকী, জাতী
বাঁধুলি, কামিনী, পাঁতি,
টগর মল্লিকা নাগ নিশিগন্ধা শোভা রে।
কে করে গণনা তার,
অশোক, কিংশুক আর,
কতশত ফুলকুল ফোটে নিশাতুষারে -
সুধার লহরীমাখা বঙ্গকুল মাঝারে!

কিংবা সে অপরাজিতা নীলিময় মাধুরী!
লতায় লতার পরে,
ভ্রমরে হৃদয় ধরে,
লাজে অবনতমুখী, তনুখানি আবরি।
তাই এত ভালবাসি
কালোতে চপলা হাসি,
কে খোঁজে রে প্রজাপতি পেলে হেন ভ্রমরী? -
মরি কী অপরাজিতা নীলিময় মাধুরী।

এ মাধুরী সুধারস পাব কোথা কুসুমে?
এমন কোথায় আর
কোমল কুসুমহার,
পরিতে দেখিতে ছুঁতে আছে এ নিখিলভূমে?
কোথা হেন শতদল,
বুকে করি পরিমল,
থাকে প্রিয়মুখ চেয়ে মধুমাখা শরমে?
বঙ্গকুলবালা বিনা মধু কোথা কুসুমে?

------------------------------------------
বঙ্গদর্শন পত্রিকা : ১ম খণ্ড, ১ম সংখ্যা
১লা বৈশাখ ১২৭৯ | ১৫ এপ্রিল ১৮৭৩
------------------------------------------