কৈলাস জীবন

কৈলাস জীবন একটি ভারতীয় আয়ুর্বেদিক ক্রিম। চোখের জ্বালাপোড়া, পা-ফাটা, ব্রন, অর্শ ও ভগন্দর, কাঁটাছেঁড়া ও পুড়ে যাওয়া স্থানের চিকিৎসায় কৈলাস জীবন ব্যবহার করা হয়। কৈলাস জীবন ক্রিম তৈরিতে অভ্রক (Talc) ও চূনের (Calcium hydroxide) সঙ্গে কয়েকটি উদ্ভিদ ব্যবহার করা হয়।

উদ্ভিদগুলো হলো :

আকন্দি, একলেজা : Cissampelos pareira L.: মূলের নির্যাস
কর্পূর : Cinnamomum camphora (L.) J.Presl: কণা (Flake)
গোক্ষুর : Tribulus terrestris L.: নির্যাস
চন্দন (শ্বেত চন্দন) : Santalum album L.: তেল
দূর্বাঘাস : Cynodon dactylon (L.) Pers.: নির্যাস
নারিকেল, নারকেল: Cocos nucifera L.: তেল
নিম : Azadirachta indica A.Juss.: পাতার নির্যাস
শাল, গজারি : Shorea robusta Gaertn.: রজন (Resin)