ক্ষীরিবৃক্ষ (Latex Plant)

যেসব গাছের ডাল বা পাতা কাটলে সাদা রঙের কষ বা ক্ষীর বের হয় সেগুলোকে ক্ষীরিবৃক্ষ বলে।

আয়ুর্বেদমতে বট, অশ্বত্থ, যজ্ঞডুমুর (উড়ুম্বর), ন্যাগ্রোধ, মহুয়া (মধুক), পাকুড়, পারিশ (পিপুল) - এই সাতটি ক্ষীরিবৃক্ষ। কিন্তু স্বীকৃত সংজ্ঞানুসারে ক্ষীরিবৃক্ষের সংখ্যা অনেক। ক্ষীরিবৃক্ষের তালিকা তৈরির চেষ্টা করছি এখানে :
  1. অশ্বত্থ
  2. কাকডুমুর
  3. গেওয়া : Excoecaria agallocha L. (1759) 
  4. ছোট গেওয়া : Excoecaria oppositifolia Griff. (1844)
  5. পাকুড়
  6. পাহাড়ি গেওয়া : Excoecaria acerifolia Didr. (1857)
  7. পিপুল
  8. বট
  9. মহুয়া
  10. যজ্ঞডুমুর 
  11. সকালসন্ধ্যা, লায়লা-মজনু : Excoecaria cochinchinensis Lour. (1790)


(অসম্পূর্ণ)