Curcuma zedoaria (শটি)

Curcuma zedoaria (Christm.) Roscoe (1807) 
বাঙলা নাম (Bengali Names) : শটি, শটী, শঠি, হডি, ফইল্লা
ইংরেজি নাম (English Names) :
-------------------------------------------------------------
... তখন ঘাসের পাশে কতদিন তুমি
হলুদ শাড়িটি বুকে অন্ধকারে ফিঙ্গার পাখনার মতো
বসেছ আমার কাছে এইখানে — আসিয়াছে শটিবন চুমি
গভীর আঁধার আরো — দেখিয়াছি বাদুড়ের মৃদু অবিরত আসা —
যাওয়া আমরা দুজনে বসে বলিয়াছি ছেঁড়াফাঁড়া কত
মাঠ ও চাঁদের কথা: ম্লান চোখে একদিন সব শুনেছ তো।”
(কতদিন সন্ধ্যার অন্ধকারে, জীবনানন্দ দাশ)

বাঙলা নাম (Bengali Names) : শটি, শটী, শঠি, হডি, ফইল্লা 
ইংরেজি নাম (English Names) : 
অন্যান্য নাম (Other Names) : 
গোত্র (Family) : Zingiberaceae (আদা গোত্র) 
উদ্ভিদের ধরন (Habit) : 
বাদাগাছের ধরন (Mangrove Type) : অবাদাগাছ (Non Mangrove)