Crotalaria spectabilis (অতসী)

Crotalaria spectabilis Roth (1821)
বাঙলা নাম (Bengali Names) : অতসী 
ইংরেজি নাম (English Names) : 
------------------------------------------------------------

বৈজ্ঞানিক নাম : Crotalaria spectabilis Roth (1821) 

সমনাম (Synonyms) : Crotalaria altipes Raf.; Crotalaria cuneifolia (Forssk.) Schrank; Crotalaria lechnaultii DC.; Crotalaria leschenaultii DC.; Crotalaria macrophylla Wienmann; Crotalaria retzii Hitchc.; Crotalaria sericea Retz.

বাঙলা নাম (Bengali Names) : অতসী 

আভিধানিক অর্থ : অতসী শব্দটির মূল অতস্ শব্দের অর্থ ‘অতখানি বড়ো হওয়াই শেষ যার’; বা এরপরে যে আর বড়ো হতে পারবে না। এই সূত্র ধরেই যে গাছ ফুল ফুটিয়েই শেষ হয়ে যায় তাকে অতসী বলা হয়। এ গাছগুলোর যেন আর ফল ফলানোর কোনো প্রয়োজন নেই। চলতি ভাষায় নীল ফুলের গাছ, মসিনা, তিসি, শণ এগুলোকে অতসী বলা যায়। অতসীর আরেকটি অর্থ হয়। যে নারীর এখনও সন্তান হয়নি তাকে অতসী বলা যায়। চলতি কথায় সদর্থে চিরকুমারী এবং কদর্থে বন্ধ্যা নারীকেও অতসী বলা হয়।

ইংরেজি নাম (English Names)

অন্যান্য নাম (Other Names)

গোত্র (Family) : Fabaceae (ফ্যাবেসি : শিম গোত্র)

উদ্ভিদের ধরন (Habit) :